স্বাস্থ্য ডেস্কঃ ভারতে তৈরি আরেকটি কাশির সিরাপে দূষণ পাওয়া গেছে জানিয়ে সিরাপটি নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিরাপটি মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায়ও পাওয়া যাচ্ছে। তবে সম্প্রতি তাদের এমন অভিযোগকে অস্বীকার করেছে ভারত। ডাব্লিউএইচও’র বরাতে বিবিসি জানিয়েছে, পাঞ্জাব ভিত্তিক কিউপি ফার্মাচেম লিমিটেড দ্বারা তৈরি গুয়াইফেনেসিন টিজি সিরাপ-এর পরীক্ষিত নমুনায় অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল এবং …
Continue reading “ভারতে তৈরি কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারি”