পেরুতে গভীর খাদে মিনিবাস পড়ে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুতে পর্যটক বহনকারী মিনিবাস গভীর খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিদেশি পর্যটকসহ কমপক্ষে ৪ জন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন কেন্দ্র মাচুপিচুতে যাবার সময়ে দুর্ঘটনা কবলিত হয় গাড়িটি। কুস্কো কুইলাবামবা এলাকার আবরা মালাগা সেকটরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ৩২৮ ফুট …