আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদজুমানি জেলার মাজি টু শরণার্থী শিবিরে গ্রেনেড বিস্ফোরণে ৬ শিশু নিহত ও আরো ৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুর ২ টার দিকে ঘটনা ঘটে। আদজুমানি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুরা জঙ্গল থেকে খেলার বস্তু মনে করে গ্রেনেড কুড়িয়ে বাসায় নিয়ে যায় এবং সেখানে আরো কিছু শিশু একসাথে …
Continue reading “উগান্ডায় গ্রেনেড বিস্ফোরণে শিশু নিহত ৬, আহত ৫”