এবার ছেলের অভিনয় নিয়ে চঞ্চল চৌধুরীর মন্তব্য!

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের অভিনয় জগতের জনপ্রিয় একজন তারকা চঞ্চল চৌধুরী। টিভি নাটক, সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্ম; তিন মাধ্যমেই তার আলাদা দাপট রয়েছে। এবার এই সফল তারকার একমাত্র সন্তান অভিনয়ে পা রাখতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‘সুশীল ফ্যামেলি’ নাটকে এবার দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার খ্যাত এই তারকার ছেলে …