হারিয়ে গেছে চিলমারী নদী বন্দর!

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম): ‘ওকি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারী বন্দরে’- পল্লীগীতি সম্রাট আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া সুরে যেখানে একদিন প্রাণের উৎসব হতো, সেখানে এখন শুধু ভাঙনের তাণ্ডব। সর্বগ্রাসী ব্রহ্মপুত্র গ্রাস করে চলেছে নতুন নতুন জনপদ, মানুষের স্বপ্ন-সাধ আর ভবিষ্যৎ। বৈরী নদ আর প্রকৃতির বিরুদ্ধে লড়তে লড়তে গোটা জনপদ যেন পরাভূত। ব্রহ্মপুত্র অববাহিকার জনগোষ্ঠীর কেউ …