রায়পুরে মেঘনা নদী থে‌কে অস্ত্রসহ ৭ জলদস‌্যু আটক

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে মেঘনা নদী থে‌কে অস্ত্রসহ ৭ জলদস‌্যু আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। শুক্রবার (২৬ ‌ফেব্রুয়া‌রী) ভোর রা‌তে  ১ নং চরআবা‌বিল  কোষ্টগার্ড অফিসার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্ব‌ে পূর্ব জোন ৮ সদস্য মেঘনা নদী‌তে অ‌ভিজান চা‌লি‌য়ে অস্ত্রসহ জলদস‌্যু‌দের আটক ক‌রে। এ সময় তাদের কাছ থেকে ৫টি রান্দা, ১টি চোখা রাকসা,১টি চাইনিজ কুড়াল,১টি …