নওগাঁ প্রতিনিধিঃ সনাতন ধমাবলন্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাহেবগঞ্জ মন্দিরে সনাতন ধমমতে,সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী।জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন দমাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। গতকাল সারা …