লাইফস্টাইল ডেস্কঃ শীতের বিদায়ী ঘণ্টা বাজছে। সেইসঙ্গে চারদিকে রোদের তীব্রতাও বাড়ছে। ঋতুবদলের এ সময় শরীরের পাশাপাশি ত্বকও হয়ে পড়ে অসুস্থ। এজন্য শরীর সুস্থ রাখার পাশাপাশি এ সময় ত্বকের যত্ন নেওয়াও জরুরি। আবার, চুলের কথা ভুলে গেলে হবে না। চুলেরও চাই সঠিক যত্ন ও পুষ্টি। ত্বক ও চুলের সাথে পরিবর্তন আনতে হবে খাদ্যাভাসেও। ত্বকের যত্নঃ শীতের রুক্ষ-শুষ্ক …