২৫ বছর পরে পরিচালনায় জনি ডেপ

বিনোদন ডেস্কঃ হলিউডের অভিনেতা জনি ডেপকে ২৫ বছর পরে পরিচালনায় ফিরতে দেখা যাবে। ইতালীয় শিল্পী অ্যামেডিও মোডিগ্লিয়ানিকে নিয়ে বায়োপিক নির্মাণ করছেন তিনি। ছবির নাম ‘অ্যামেডিও মোডিগ্লিয়ানি’। সম্প্রতি হলিউডের এক প্রতিবেদনে জানা গেছে, জনি ডেপ ও প্রবীণ অভিনেতা আল পাচিনো একত্রে সিনেমাটি প্রযোজনা করবেন। তবে সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এমনকি …