শাহপরাণ বিআইডিসি এলাকায় প্রকাশ্যে চলছে সরকারি টিলা কাটার মহোৎসব!

মো.আমিন আহমেেদ, সিলেট প্রতিনিধিঃ পৃথিবীর পরিবেশ আজ হুমকির মুখে অথচ এ সময়ে সিলেটের শাহপরাণ বিআইডিসি এলাকায় চলছে টিলা কাটার মহোৎসব। সিলেটের বিভিন্ন এলাকায় উচ্চ আদালতের রায় উপেক্ষা করে উদ্বেগজনকভাবে পাহাড়,টিলা ও বন কেটে উজাড় করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাহাড়,টিলা ও বন কাটার কারণে পরিবেশ ও প্রতিবেশ ব্যাবস্থা মারাত্মক ঝুঁকির দিকে যাচ্ছে। এর ফলে …