বিনোদন ডেস্কঃ জনপ্রিয় পাঞ্জাবি কণ্ঠশিল্পী বলবিন্দর সাফরি মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন জানায়, বলবিন্দর সাফরির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গায়ক গুরু রানধাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বলবিন্দর সাফরির একটি ছবি পোস্ট করে গুরু রানধাওয়া লিখেছেন, ‘আমরা আপনার গানকে সম্মান করি। সংগীত জগতে আপনার …
Continue reading “জনপ্রিয় পাঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি মারা গেছেন”