রায়পু‌রে নি‌খোঁজ প্রবাসীর লাশ উদ্ধার

মোঃ জহির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে নি‌খোঁজ প্রবাসীর লাশ উদ্ধার কারা হ‌য়ে‌ছে। জানা যায় নিহত প্রবাসী গত শুক্রবার নি‌খোঁজ হন। প‌রে গেল শনিবার রাতে রায়পুর উপজেলার উদমারা গ্রামের ৫নং ওয়ার্ড স্বাামী পরিত্যক্তা নয়ন বেগমের ঘর থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহ‌তের নাম আতাউর রহমান জুটন (৪০) তি‌নি ফ্রা‌ন্সে থাক‌তেন ব‌লে জানা যায়। নিহতের বাড়ি  …