আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চতুর্দশ দফার ভোটেও স্পিকার হতে পারলেন না রিপাবলিকান সদস্য কেভিন ম্যাকার্থি। নির্বাচনে ছয়জন বিদ্রোহী সদস্যের মধ্যে চারজন বিকল্প প্রার্থীর পক্ষে ভোট দেন, আর দুজন কেবল ‘উপস্থিত’ রয়েছেন জানিয়ে ভোটের সুইচ বোতামে চাপ দেন। এদিকে, সর্বশেষ ভোটাভুটির পর হাউস ফ্লোরে কেভিন ম্যাকার্থির সঙ্গে তার ডেপুটি চিফ অব স্টাফ ও বিদ্রোহী সদস্য …
Continue reading “যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চতুর্দশ দফার ভোটেও স্পিকার হতে ব্যর্থ ম্যাকার্থি”