আন্তর্জাতিক ডেস্কঃ নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে চীন প্রথমবারের মতো তিনজন নভোচারী পাঠিয়েছে। সেখানে তারা ছয়মাস অবস্থান করবে। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝো-১৫ নভোযানে করে তিন নভোচারী মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন। খবর বিবিসির। মহাকাশে আগে থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক স্টেশন চালু রয়েছে। এবার দ্বিতীয় …