ফঠিকছড়ির শোভনছড়িতে উদ্বোধন হলো মুজিব শতবর্ষ লং পিচ টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

১৯ শে ফেব্রুয়ারী শুক্রবার বিকাল তিন টায় ঐতিহ্যবাহী শোভনছড়ি ছায়ানীড় একতা সংঘ কতৃক আয়োজিত শোভনছড়ি নয়াহাট বাজার সংলগ্ন মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে লং পিচ টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধনী খেলায় শোভনছড়ি ছায়ানীড় একতা সংঘের সভাপতি মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল আধুনিক কিন্ডাগার্টেনের অন্যতম প্রতিষ্ঠাতা …