আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছেন নরমা লুসিয়া পিনা। দেশটির বিচারব্যবস্থারও প্রধান হলেন তিনি। বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথগ্রহণ করে নরমা লুসিয়া পিনা জানিয়েছেন, অবশেষে একটি কাচের দেওয়ালের সিলিং ভাঙা সম্ভব হলো। মেক্সিকো ইতিহাস গড়তে পারলো। যদিও দেশের প্রেসিডেন্ট নরমাকে সমর্থন করেননি। তিনি অন্য এক নারী বিচারপতিকে বিচারব্যবস্থার প্রধানে চেয়ারে দেখতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে …
Continue reading “মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতি হলেন নরমা লুসিয়া পিনা”