ফেনী প্রতিনিধিঃ মহাসড়কের জায়গা দখল ও মহাসড়ক আইন ২০১৮এর ৩৭নং ধারা ভঙ্গ করায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালককে উক্ত ধারা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী একটি চিঠি দিয়েছেন। গত ৪জানুয়ারি তিনি এ চিঠি দেন। তিনি উল্লেখ করেন, ফেনী সড়ক বিভাগাধীন (মোহাম্মদ আলী বাজার-ছাগলনাইয়া-করেরহাট সড়ক, জেড-১০৩১) এর ৪র্থ কিলোমিটার ৭২নং উত্তর শিবপুর মৌজার …