১৩০ লিটার চোলাই মদ সহ আটক ১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে ১৩০ লিটার চোলাই মদ  পাচারের সময় নারায়ন রবিদাস (৫০) নামের একজনকে আটক করেছে মৌলভীবাজার গোয়েন্দা বিভাগ। শনিবার দিবাগত-রাত (রবিবার ) মৌলভীবাজার গোয়েন্দা বিভাগ সদর থানাধীন মৌলভীবাজার টু শ্রীমংগল রোডস্থ আকবরপুর নামক এলাকা থেকে ১৩০ লিটার চোলাই মদ সহ ১জনকে আটক করা হয়। ১৩০ লিটার চোলাই মদ ও ১জন মাদক কারবারীকে আটক …