আন্তর্জাতক ডেস্কঃ ইরাকের কুর্দিস্তান এলাকার ইরবিল বিমানবন্দরের নিকটবর্তী মার্কিন ঘাটি লক্ষ্য করে লাগাতার রকেট হামলা চালানোয় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মার্কিন সেনাসহ গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। গতকাল সোমবার ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রকেটগুলি কির্কুক প্রদেশের সীমান্তের নিকটবর্তী মূল শহর …
Continue reading “ইরাকের বিমানবন্দরের নিকটবর্তী মার্কিন ঘাটি লক্ষ্য করে চালানো রকেট হামলায় নিহত ১”