আন্তর্জাতিক ডেস্কঃ সৈন্যরা অ্যাসল্ট রাইফেলের ৬৫৩টি বুলেট হারিয়ে ফেলায় পুরো একটি শহরে লক ডাউন ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। জানা গেছে, হায়সান নামের ওই শহরটি থেকে সৈন্যরা বুলেট উদ্ধারে ব্যর্থ হলে লকডাউনের ঘোষণা দেন কিম। খবর দ্য হিন্দুস্তান টাইমসের। জানা গেছে, মার্চের ৭ তারিখে হায়েসানে সেনা মোতায়েন করা হয়েছিল। পরে যখন সেখান …
Continue reading “বুলেট হারিয়ে ফেলায় পুরো শহরে লক ডাউন ঘোষণা কিমের”