লাইফস্টাইল (রেসিপি) ডেস্কঃ যারা রান্না করে খাওয়াতে ভালোবাসেন তাদের নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক ভালোবাসেন। আর তাই একঘেয়ে চিকেনের পদ থেকে মুক্তি পেতে আজই ঘরে তৈরি করে দেখুন একটু অন্য স্বাদের রেসিপি শাহী মালাই চিকেন। এটি বানানো খুবই সহজ। আর খেতেও দারুন। তাহলে আর দেরি কেন? পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন শাহী মালাই চিকেন …