নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর গাছ কেটে দিল দুর্বৃত্তরা

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আব্দুল মতিন  নামে এক ব্যবসায়ীর  লাগানো ১৫ টি ইউক্যালিপটার গাছ সহ একই দিনে প্রায় ৮ টি আমের গাছ কুড়াল ও দা দিয়ে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর সঙ্গে শত্রুতা করে পেরে উঠতে না পেরে দিন ও রাতের আঁধারে ওই ব্যবসায়ীর লাগানোর গাছ কেটে ফেলা হয়েছে …