বিনোদন ডেস্কঃ ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অভিনয়ে আগে থেকেই দর্শকরা মুগ্ধ। সেই মুগ্ধতায় বাড়তি রোশনাই এনে দিয়েছিল ‘পুষ্পা:দ্য রাইজ’ সিনেমায় ও আন্তাভা গানে কোমর দুলিয়ে। রাতারাতি ভাইরাল হয়ে যায় এ গান, সেই সঙ্গে গানের নাচের স্টেপ। লাস্যময়ী এই অভিনেত্রীকে আবারও দেখা যাবে আইটেম গানে। আগের বারের চেয়ে অধিক আবেদনময়ী রূপে ধরা …