তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ শ্রীমঙ্গলের গুটি বাড়ি বিওপির দায়িত্ব পূর্ন এলাকা সিমান্ত পিলার ১৯৩৬/এম হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড় বিদ্যাবিল নামক স্থান (জিআরইউর ৭১৯৭২৫ এম এম ৭৮পি/১২) থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৫ ব্যাটালিয়েন (বিজিবি), হবিগঞ্জ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা হলেন, …
Continue reading “সিন্দুরখান সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক”