মো.আমিন আহমেদ, সিলেট : সিলেট নগরীর কাস্টঘর সুইপার কলোনীতে দেদারসে চলছে মাদকের রমরমা ব্যবসা। ব্যাপারটা এমন দাড়িয়েছে যেন মাদক বন্দরের কাঁচাবাজারের শাকসবজি, বিক্রি করতে কোন বাঁধা নেই। আর এ ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রাখছে সিলেট প্রশাসনের সোর্স পরিচয়কারী মাদক ব্যবসায়ী মিজান। শুধু কি মাদক বিক্রি? মাদক ব্যবসায়ীদের মদদ দাতা, ত্রানকর্তা হিসেবে সেল্টার দিয়ে সোর্স মিজান হয়ে …
Continue reading “সিলেট প্রশাসনের সোর্স পরিচয়কারী মিজান মাদক ব্যবসায় অপ্রতিরোধ্য”