উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধিদের স্কুলে অগ্নিকাণ্ডে ১১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধিদের একটি আবাসিক স্কুলে আগুনে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছে আরও ছয় জন। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।  দেশটির শিক্ষামন্ত্রী জয়েস কাদুচু, বিবিসিকে জানান, রাজধানী কাম্পালার পূর্বে মুকোনো শহরে অবস্থান স্কুলটির। সোমবার মধ্যরাতে হঠাৎই সূত্রপাত হয় আগুনের। ছড়িয়ে পড়ে ছাত্রীদের …