আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিসিয়া এলাকায় সেতু অতিক্রমের সময় একটি বাস নদীতে পড়ে যাওয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। পর্তুগালের সীমান্তবর্তী ভিগো নগরীর কাছে গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে গতকাল রোববার (২৫ ডিসেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপি’র। আঞ্চলিক লাভোজ ডি গালিসিয়া সংবাদপত্র জানায়, গালিসিয়ার কেন্দ্রস্থলের মন্টাসরোসোর কারাগারে থাকা স্বজনকে দেখতে যাওয়া ব্যক্তিদের ওই বাসে করে …