স্লোভেনিয়ায় প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার

আন্তর্জাতিক ডেস্কঃ বলকান দেশ স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাতাশা পির্ক মুসার। গতকাল রোববার (১৩ নভেম্বর) নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করে জয়ী হন তিনি।  নাতাশা পির্ক মুসার (৫৪) পেশায় একজন আইনজীবী। সাংবাদিকতায় রয়েছে তার ব্যাপক আগ্রহ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামলেও, পরে মধ্য-বামপন্থী সরকার তাকে …