“৭৭৭ চার্লি ” সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কুকুর

বিনোদন ডেস্কঃ এবার মূল ধারার কোনও সিনেমার কেন্দ্রীয় চরিত্র হলো কুকুর। গত ১০ জুন মুক্তি পেয়েছে প্রযোজক রক্ষিত শেঠির ‘৭৭৭ চার্লি’ আর সেখানেই দেখা যায় নায়কের সাথে সাথে কুকুরের চরিত্র কতটা মন ছুঁয়েছে দর্শকের। বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি এবং দর্শক মনে সাড়া তুলেছে। মাত্র চার দিনে এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে ২৯.১৫ …