উইকেট নিয়ে আর উল্লাস করবে না ক্রিকেটার যাদব

স্পোর্টস ডেস্ক /S.H: করোনার মহামারী পরিস্থিতিতে আইপিএল স্থগিত। কিন্তু এতেই থামছেনা করোনা। এবার করোনায় প্রান গেলো ভারতীয় ক্রিকেটার বিবেক যাদবের। রাজস্থানের হয়ে ২০০৮ সালে লেগ স্পিনার বিবেক যাদব ট্রফিও জিতেছিলেন। প্রয়াত এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৩৬ বছরে। রেখে গেলেন স্ত্রী এবং কন্যাকে। তার মৃত্যুতে হতবাক ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্যান্সারে সাথে ২ বছর যাবত লড়াই করছিলেন …