বাঁশের ব্যাটকে অসম্মতি এমসিসির

স্পোর্টস ডেস্ক/S.H: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্রিকেটে বাঁশ দিয়ে ব্যাট তৈরির কথা জানান। তাদের মতে কাঠের ব্যাটের মূল্য বেশি হওয়ায় তারা এই ব্যাটের বিকল্প বাহির করার চেষ্টা করছিলেন। বাঁশ সেখানে বেশ স্বস্তা বিকল্প। তাদের মতে বর্তমান ক্রিকেটে ব্যাটের তুলনায় এই ব্যাটের ‘সুইট স্পট’ অনেক বেশি ।এই ব্যাটের সুইট স্পট প্রায় ব্যাটের তলা পর্যন্ত রয়েছে ফলে …