করোনায় মানুষের পাশে দাঁড়াতে অরিজিতের ফেসবুক লাইভে কনসার্ট

বিনোদন ডেস্ক/S.H: ভারতে চলমান করোনার মহামারীতে মানুষের জন্য এগিয়ে এসেছে অনেক শিল্পী। গতকাল রবিবার গিভ ইন্ডিয়ার সহযোগে ফেসবুকের লাইভে এসে কনসার্ট করেন বলিউডের এই সময়কার জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আগে জানিয়েছিলেন, অনলাইন কনসার্টের মাধ্যমে উঠে আসা সম্পূর্ণ অর্থ যাবে গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে। ভারতে চলমান মহামারীতে ভেঙ্গে পরেছে চিকিৎসার খাত। বিশেষ করে ভারতের গ্রামগঞ্জের চিকিৎসার …