বিনোদন ডেস্ক / S.H: সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বলিউডের উপর। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বলিউডের জনপ্রিয় সব তারকাদের নির্লজ্জের মত মালদ্বীপ ঘুরে বেড়ানো ছবি যেখানে ভারতে চলছে মহামারী। এতেই চোটেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। দিল্লিতে চলছে লাশের মিছিল। একটি মুহূর্তে জন্যেও থামছে না শ্মশানের চিতার আাগুন। চলছে কবরের উপর কবর দেওয়া। কিন্তু সব কিছুই যেনো তামাশা হয়ে গেছে …