প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক /S.H: শনিবার ফুটফুটে ছেলে সন্তানের মুখ দেখলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। নিজেই প্রথম সন্তান আগমনের খুশি সংবাদ জানিয়েছেন শ্রেয়া। ছেলেবেলার বন্ধু শিলাদিত্যের সাথে বিয়ের পিরিতে বসেন শ্রেয়া। বিয়ের জয় বছর পরে প্রথম সন্তান মুখ দেখলেন এই দম্পতি। ভালোবেসে সন্তানের নাম আগেই ঠিক করে রেখে ছিলেন শ্রেয়া ও শিলাদিত্য। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়া …