রোনালদোদের হারিয়ে নক আউটের দৌড়ে জার্মানি

স্পোর্টস ডেস্ক/S.H:   গতকাল ছিল জার্মানির জন্য “ডু অর ডাই”-এর দিন। প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আত্মঘাতি গোলে হার দিয়ে ইউরো শুরু করতে হয়ছিল শক্তিশালী জার্মানিকে। তাই নক আউটের দৌড়ে নিজেদের টিকে রাখতে পর্তুগালের সাথে জয়টা ছিল একমাত্র ভরসা। গতকাল ৪-২ গোলে পর্তুগালকে হারিয়ে নক আউটের দৌড়ে এখন রয়েছে জার্মানি। গত শনিবার ছিল ইউরোর “এফ” গ্রুপের …