ইতিহাস গড়ল ভিয়ারিয়াল, ৯৮ বছর পর প্রথম বড় শিরোপা

স্পোর্টস ডেস্ক /S.H: টাইব্রেকারে গোলের উপর গোল দিয়ে বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ১০-১১ গোলে হারিয়ে ৯৮ বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপা জিতল ভিয়ারিয়াল। অপেক্ষাটা ছিল দীর্ঘ ৯৮ বছরের। ম্যানইউর থেকে সব দিকেই পিছিয়ে ভিয়ারিয়াল। জয়ের গল্প হোক আর শক্তি -সামর্থ্যের বিচারে হোক অনেক গুনে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। …