স্পোর্টস ডেস্ক /S.H: ফুটবলে আধিপত্য সবসময় ছিল ইউরোপিয়ানদের হাতে। আর এই আধিপত্যের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বিচারের লড়াইটা বরাবরই উইরো কাপে। ২০২১ আসরের নক আউটের সর্বপ্রথম প্রথম টিকিট হাতে পেলো ইতালি। বৃহস্পতিবার রোমে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ ভাবে জয় নিশ্চিত করেন ইতালি এবং তার সাথে নিশ্চিত করলো ইউরো আসরের দ্বিতীয় রাউন্ড। টানা দুই ম্যাচে জয় …