ফ্রেঞ্চ কাপ শিরোপা ঘরে তুললো পিএসজি

স্পোর্টস ডেস্ক /S.H: ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিোয়নশিপে মোন্যাকোকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিলো প্যারিসিয়ানরা। সময়টা যদিও বেশি ভালো যাচ্ছিলো না পিএসজির। উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ে পিএসজি তার সাথে ঘরোয়া লিগেও ভালো পারফরম্যান্স করতে পারেনি দলটি। তার সাথে যোগ হয়েছিল ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিোয়নশিপে নেইমারের নিষেধাজ্ঞা। তবে পিএসজি সাপোর্টারদের হতাশ হতে হয়নি, দুর্দান্ত দুটি …