পিএসএলে রেকর্ড জয় মুলতানের, বিদায় নিলো কোয়েটা

স্পোর্টস ডেস্ক /S.H: আবুধাবিতে চলা পিএসএলে গতকাল বুধবার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামেন মুলতান সুলতান্স। ১১০ রানে বিরাট ব্যবধানে মুলতানের কাছে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে  চলেছে সরফরাজের কোয়েটা। পিএসএলের ইতিহাসে এত রানে হার এর আগে কোনো দল  দেখেনি। ম্যাচে টস হেরে ব্যাট করতে নামেন মুলতান সুলতান্স। ওপেনার শান মাসুদের ঝড়ো ব্যাটিং-এ রান গড়তে …