রিয়াদ মাহরেজের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি প্রথমবারের মত ফাইনালে। কিলিয়ান এমবাপ্পে একাদশে না থাকা ও নেইমারের একক দক্ষতায় দল জেতানোর চেষ্টায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে পিএসজি। নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছিল প্যারিসিয়ানরা কিন্তু নেইমার দল জেতানোর নেশায় সময়মতো পাস দেননি সতীর্থদের। তবে বাকি সতীর্থরাও খুব বেশি ভালো খেলেছে তা বলা যায়না। বরং মনে হয়নি তাঁরা …