আন্তর্জাতিক ডেস্কঃ  অবশেষে নিজের পরাজয় মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা’ হস্তান্তরের কথাও জানিয়েছেন। আর ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের জন্য দেশটির কংগ্রেস আনুষ্ঠানিক নির্দেশনা নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কংগ্রেসে জো বাইডেনের বিজয় ঘোষণার পর নিজের পরাজয় মেনে নিলেন ট্রাম্প। এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম (সিএনএন)।

সংবাদের প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প এক বার্তায় বলেছেন, আমি যদিও নির্বাচনের ফলাফলের সঙ্গে একমত নই… তবুও আগামী ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে।

এর আগে নির্বাচনের পর টানা দুই মাস ধরে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি।

‘আমি সব সময়ই বৈধ ভোটগুলো গণনা নিশ্চিত করার কথা বলেছি,’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘ ‘আমি সবসময়ই বলে এসেছি, শুধু বৈধ ভোটই যেন গণনা করা হয়, সেটি নিশ্চিত করার লড়াই আমরা চালিয়ে যাব। দেশের প্রেসিডেন্ট ইতিহাসের সবচেয়ে সেরা প্রথম দফাটির প্রতিনিধিত্ব শেষে এ হলো আমেরিকাকে আবারও গ্রেট করে তুলতে আমাদের লড়াইয়ের সূচনামাত্র।’  সূত্র: সিএনএন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *