আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ​এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে  বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে।

প্রসঙ্গত, দেশটিতে মে মাসের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল মৃত্যু ও সংক্রমণ। এরপর সংক্রমণ রোধে লকডাউন আরোপ, ভ্যাকসিন দেওয়ার আওতা ও সক্ষমতা বাড়ানোর ফলে এ মহামারির প্রকোপ আস্তে আস্তে কমতে শুরু করেছে।

তথ্যসুত্রঃ ওয়ার্ল্ডওমিটার। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *