স্পোর্টস ডেস্ক /S.H:

 

বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত আটটায় কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

যদিও বাংলাদেশের চেয়ে অনেকাংশে এগিয়ে ভারত দল। পয়েন্ট টেবিলের বাংলাদেশের চেয়ে ভারত অবস্থান অনেকটায় ভালো। তবে আজকের খেলায় হেড টু হেড লড়াই হবে বলে ধারনা অনেকেরই। কারণ বাংলাদেশ তার আগের খেলায় আফগানিস্তানের মত শক্ত দলের সাথে ড্র করে। আত্মবিশ্বাসটা আসেছে সেখান থেকেই। শুধু তাই নয়, ভারতের সাথে শেষ তিন ম্যাচেও ড্র করেছিল বাংলাদেশ দল ৷ তবে ২০০৯ সালের পর ভারতের বিরুদ্ধে ফুটবলে জয় দেখেনি বাংলাদেশ দল। তাই নিজেদের সবটুকু দিয়ে লড়াই করতে চায় বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কোচ জেমি ডের জানান, “আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস নিচ্ছি।” এর আগে বাংলাদেশ বনাম ভারত খেলাগুলো হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু করোনার কারণে “ই” গ্রুপের সবগুলো খেলা সরিয়ে নেওয়া হয় কাতারে। পাঁচ দলের মধ্যে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত এবং ২ পয়েন্ট নিয়ে তলিকার শেষ স্থানে বাংলাদেশ। তবে আজকের ম্যাচটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয় পর্বের পরের ধাপে যেতে হলে বাংলাদেশকে হারাতে হবে ভারতের। আজ শেষ দেখার জন্য মরিয়া দুই দেশের ফুটবল ভক্তরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *