আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুরে সামাজিক সম্প্রীতির অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুরে সামাজিক সম্প্রীতির অনুষ্ঠান অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে ব্র্যাক সামাজিক নারীর ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে সামাজিক সম্প্রীতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান প্রফেসর মোঃ তফসির উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, চল্লিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার ফকির, উপজেলার উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্র‍্যাকের কর্মরত সকল স্টাফসহ নানা পেশার মানুষ ও নারীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, “পৃথিবীতে যা উন্নত হয়েছে তার অর্ধেক করিয়াছে নারী আর অর্ধেক তার নর,” তাই আমাদের সকলের উচিত নারীদের উন্নয়নের জন্য করা, নারীদের অগ্রসরের জন্য আমাদের মানসিকতা সৃষ্টি করা, নারীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। আসুন আমরা সকলে মিলে নারীদের এগিয়ে দেওয়ার ব্যবস্থা করি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *