আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার বোতসোয়ানায় বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া গেছে বলে ঘোষনা দিয়েছে দেশটির মাইনিং কোম্পানি ডেবসওয়ানা। দেশটির হীরার খনি থেকে ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে মাইনিং কোম্পানি ডেবসওয়ানা।

গতকাল বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ১ জুন বড় আকারের এই অমসৃণ হীরার সন্ধান মিলেছে। এরমধ্যে রাজধানী গ্যাবোরোনে দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে এই হীরা দেখানো হয়েছে।

এ বিষয়ে মোকগোয়েতসি মাসিসি জানান, সত্যি এটি বিরল এবং অসাধারণ পাথর। এই হীরা জাতির জন্য ভালো কিছু আনবে। সরকার এবং গ্লোবাল ডায়মন্ড জায়ান্ট ডি বিয়ার্স-এর যৌথ উদ্যোগে এই হীরা আবিষ্কার করা সম্ভব হয়েছে।

মাইনিং কোম্পানি ডেবসওয়ানার ব্যবস্থাপনা পরিচালক রানিত্তে আর্মস্ট্রং বলেন, বিশ্বে সন্ধান পাওয়া হীরাগুলোর মধ্যে এটিকে আকারের দিক থেকে তৃতীয় বৃহত্তম বিবেচনা করা হচ্ছে। এটি অসাধারণ ও দুর্লভ। প্রতিষ্ঠানটির কোনো খনি থেকে সন্ধান পাওয়া সবচেয়ে বড় হীরা এটি।

উল্লেখ্য, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরা আবিষ্কার হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় হীরা হিসেবেই পরিচিত। আর দ্বিতীয়টি ২০১৫ সালে বোতসোয়ানার উত্তর-পূর্বাঞ্চলের কারওয়েতে থেকে আবিষ্কার করা গেছে। লেসেডি লা রোনা নামের ওই ডায়মন্ড ছিল ১ হাজার ১০৯ ক্যারেটের। আফ্রিকায় ডায়মন্ড আবিষ্কারের মধ্যে অন্যতম দেশ হলো বোতসোয়ানা।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *