তিমির বনিক, মৌলভীবাজারঃ আজ রোববার (৭ ফেব্রুয়ারী) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ ডা. আব্দুশ শহীদ এমপি।উপাধ্যক্ষ ডা.আব্দুশ শহীদ এমপি নিজে ভ্যাকসিন নিয়ে একার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা.হরিপদ রায়,শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী,শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক,বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক শহীদ হোসেন ইকবাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার,আওয়ামীলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় প্রথম ধাপে শ্রীমঙ্গলে পাচ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে, প্রথম দিনে প্রায় তিনশত লোককে এ ভ্যাকসিন প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *