তিমির বনিক,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডে অবস্থিত রিপন হোটেল এন্ড রেস্টুরেন্টে ইফতারি বিক্রয়কে কেন্দ্র করে দু’পক্ষের  সংঘর্ষে ৪/৫ পুলিশসহ আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায় একলোক রিপন হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ইফতারি ক্রয় করে,বাসায় গিয়ে ইফতারি বাসি হওয়ায় হোটেলের মালিককে অভিযোগ করলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারি পরিনত হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এক পর্যায়ে এলাকার বাসিন্দা উজ্জ্বল নামের এক যুবককে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে কতিপয় এলাকার লোকজন উত্তেজিত হয়ে মারমুখী হয়ে পুলিশের গাড়ী আটকিয়ে উজ্জ্বলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তখন পুলিশ ও কতিপয় উশৃংখল ব্যক্তি কর্তৃক ইট পাটকেল নিক্ষেপে উপ-পরিদর্শক আসাদুর রহমান সহ আরো ও  কিছু লোক আহত হয়।আহত অবস্থায় উপ-পরিদর্শক আসাদুর রহমান উদ্ধতনো কর্মকর্তাদের অবগত করলে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *