আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলী হামলায় গাজায় শিশুসহ নিহত বেড়ে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৮ জন নারী ও ৬৪ জন শিশু। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত ১ হাজার ৬২২ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর-আলজাজিরার।

এদিকে, এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, এমন সহিংসতা নিয়ে চতুর্থবারের মতো বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামলা কমানোর বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেছেন। এমনটিই নাকি জানিয়েছে হোয়াইট হাউস।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি সহিংসতা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে তিনবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এখন পর্যন্ত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কোনো বিবৃতি দিতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *