আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইবোলার প্রাদুর্ভাবের কারনে ৬ দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার প্রাদুর্ভাবের মধ্যেই গিনি ও কঙ্গোতে বাড়ছে ইবোলায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে ৬ আফ্রিকান দেশকে ইবোলার সংক্রমণ রোধে সতর্কবার্তা দিয়েছে।

গিনির প্রতিবেশী দেশ সেনেগাল, গিনি-বিসাও, মালি,আইভরি কোস্ট, সিয়েরা লিওন ও লাইবেরিয়াতে ইবোলা সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, গিনিতে ইবোলায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া, কঙ্গোতেও দেখা দিয়েছে ইবোলা। দেশটিতে গত ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ইবোলায় প্রাণ গেছে ২ হাজার দুইশ এর বেশি মানুষের।

এর আগে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত চলা ইবোলার প্রাদুর্ভাবে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ১১ হাজার ৩শ মানুষের মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *