তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সুমনা আক্তার (২২) নামে এক গৃহবধূর বিষপান করে আত্মহত্যা করেছেন। গত রোববার (২৭ জুন) দিনের কোনো এক সময় সুমনা বিষপান করেন। তিনি উপজেলার মাধবপুর ইউপি শ্রীগোবিন্দপুর চা-বাগান এলাকার আব্দুল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রোববার দুপুরের দিকে সুমনা আক্তার বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭জুন) রাতেই ৮টায় দিকে তিনি মারা যান।

সুমনার স্বামী আব্দুল মিয়া জানান, পারিবারিক বিষয় নিয়ে সুমার সাথে আমার ঝগড়া হয়েছিল। আজ (রোববার) দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আমি খবর পাই সে মাধবপুর বাজারে গিয়ে বিষপান করেছে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন। পরে হাসপাতালে সে মারা যায়।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, বিষপানে আত্মহত্যার কোনো সংবাদ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *